স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ডা: রুহুল হক এমপি’র পক্ষে মা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় আনুলিয়ার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে মণিপুর-ভোলানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো: শহিদুল ইসলাম সানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মণিপুর-ভোলানাথপুর কসমো পলিটিকাল ক্লাবের সভাপতি ও মিরপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের পরিচালক এস. এম আবু হানিফ। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, তরুনলীগ সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় আলমগীর আলম লিটন বলেন, জাতীয় সংসদ নির্বাচন এলে মনোনয়ন প্রত্যাশী অনেক অতিথি পাখির আগমন ঘটে। তাদের সাথে এলাকার জনগণের কোনো সম্পর্ক থাকে না। অবহেলিত এই জনপদের উন্নয়নে তৃণমূলের যোগ্য প্রার্থী ডা: রুহুল হক এমপি। সাতক্ষীরা-৩ আসনে ডা: রুহুল হক এমপি মনোনয়ন দেয়ার দাবি জানান তিনি। তিনি বলেন, আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। সেই নির্বাচনকে সামনে নিয়ে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করেছি। ‘আপনারা বিগত নির্বাচনে নৌকায় সবাই ভোট দিয়েছিলেন। তাই আজ সর্বত্র উন্নয়নের ছোঁঁয়া লেগেছে। তিনি আরও বলেন, ‘বিগত ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি-জামায়াত সে নির্বাচন ঠেকানোর নামে সন্ত্রাস-নাশকতা চালায়। হামলা ও ভাঙচুর চালায়। দেশে ধ্বংসাত্মক কর্মকান্ড চালায়। আমরা গাছ লাগাই, তারা গাছ কাটে, আমরা রাস্তা বানাই, তারা রাস্তা কাটে। বিপরিতে আওয়ামী লীগ উন্নয়ন করে, জনগণের ভাগ্যের পরিবর্তন করে। দেশে বিদ্যুতের জন্য হাহাকার ছিল। আজ প্রায় প্রতিটি ঘরে বিদ্যুতের আলো চলে আসছে। শেখ হাসিনার লক্ষ্য গ্রামের জনগণের উন্নতি। সে লক্ষ্যেই তিনি কাজ করছেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন, দেশের প্রতিটি মানুষ পেট ভরে খাবার খাবে। একটি মানুষও গৃহহারা থাকবে না। তিনি জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। আজ তিনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। যারা হতদরিদ্র, সেই সব মায়েদের জন্য মাতৃত্বকালীন সময়ের জন্য ভাতা দিচ্ছেন। দেশকে উন্নত করতে হলে শিক্ষার বিকল্প নেই। সেজন্য ছেলে মেয়েরা যেন উচ্চশিক্ষা নিতে পারে, সেজন্য প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বৃত্তি দিচ্ছেন। আগামী নির্বাচনে নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোনও বিকল্প নেই। শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আমরা আরও উন্নয়ন পাবো। প্রতিটি সেক্টরে আরো বেশি করে এগিয়ে যাবো। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
পূর্ববর্তী পোস্ট