দেবহাটা ব্যুরো: গণমাধ্যম কর্মীদের উপর নিপীড়ন বন্ধের দাবিতে এবং সাতক্ষীরার বাঁশদহায় সাংবাদিক জুলফিকার আলীর উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দেবহাটার কর্মরত সাংবাদিবৃন্দ।
বৃহস্পতিবার দেবহাটা প্রেসক্লাব ও রিপোর্টাস ক্লাবের আয়োজনে উপজেলার পারুলিয়া বাসস্টান্ড চত্বরে বেলা ১১ থেকে শুরু করে ঘন্টাব্যাপী এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সহ-সভাপতি রাশিদুল আলম রশিদ, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রব লিটু, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম রানা, এস এম নাসিরউদ্দীন, দৈনিক আজকের সাতক্ষীরার দেবহাটা ব্যুরো প্রধান কে এম রেজাউল করিম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের দিপঙ্কর বিশ্বাস, রিপোর্টাস ক্লাবের অর্থ সম্পাদক এম.এ মামুন, সমাজকল্যাণ বিষয়ক সম্পদক নাজমুল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক আরিফুল ইসলাম, গোপাল কুমার, আরাফাত হোসেন, ফারহাদ হোসেন সবুজ, ফিরোজ আলমসহ সকল কর্মরত সাংবাদিবৃন্দ।
এসময় বক্তরা বলেন, দেশব্যাপী একের পর এক গণমাধ্যমের উপর নিপীড়ন ও কর্মরত সাংবাদিকদের উপর হামলা নির্যাতন বন্ধ করতে হবে। পাশাপাশি সাংবাদিক জুলফিকার আলীর নির্যাতনের ঘটনায় বাঁশদহা ইউপি চেয়ারম্যান এসএম মোশারফ হোসেনসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাছাড়া এভাবে যদি গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের উপর হামলা করা হয় তাহলে সংবাদমাধ্যম তার নিজস্ব স্বাধীনতা হারাবে। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে গণমাধ্যম কর্মীদের অবদান কোন অংশে কম নয়। কিন্তু এভাবে গণমাধ্যমের উপর নিপীড়ন নির্যাতন করা হলে উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। তাই সংশ্লিষ্ট বিভাগে সরকারের দায়িত্বরত কর্মকর্তাদের কাছে অনুরোধ অতি দ্রুত গণমাধ্যম ও তাদের কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি প্রদান করার অনুরোধ জানানো হয় প্রতিবাদ সমাবেশে। এছাড়া সমাবেশে দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর উপর হুমকিরও নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
পূর্ববর্তী পোস্ট