আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বুধহাটায় ভূমিহীনদের ভিটেবাড়ী উচ্ছেদ করে স্লুইস গেট নির্মানের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভূমিহীনদের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আশাশুনির বুধহাটা বাজার বুড়ো পীরের দরগা সংলগ্ন বেতনা নদী সংযুক্ত পূর্বপাড়া খালের উপর ক্ষতিগ্রস্থ স্লুইস গেটটি সংস্কার না করে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড পুরাতন খালের পাশে নতুন করে একটি স্লুইস গেট নির্মাণের প্রস্তুতি নিয়েছে। কিন্তু নতুন জায়গায় ২৫/৩০ টি ভূমিহীন পরিবার বসবাস করছে। তাদের সেখান থেকে ঘরবাড়ী সরিয়ে নিতে পাউবো কর্তৃপক্ষ নোটিশ প্রদান করেন। উচ্ছেদ নোটিশ পাওয়ার পর ভিটে মাটি হারানোর শংকায় দিশেহারা হয়ে কয়েক যুগের ভোগ দখলীয় ভিটা বাড়ী রক্ষার্থে ভূমিহীনদের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক এর কাছে অভিযোগ দায়ের করে। এসময় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
আশাশুনিতে ভূমিহীনদের উচ্ছেদ করে স্লুইস গেট নির্মাণর চেষ্টার অভিযোগ
পূর্ববর্তী পোস্ট