বড়দল প্রতিনিধি: আশাশুনি উপজেলা বড়দল ইউনিয়নের জামালনগর মৌজাধীন ১নং খাস খতিয়ানের (চর ভরাটী) ১৭ একর ৫০ শতক ইজারাকৃত জমি ২২ বছর যাবত স্থানীয় মুক্তিযোদ্ধাসহ ভূমিহীনরা ২০০৭ সাল হইতে ২০১২ সাল পর্যন্ত একসনা ইজারা নিয়ে ভোগদখল করিয়া আসিতেছে। কিন্তু ২০১৩ সালে ইজারার জন্য আবেদন করলে, বড়দল ভূমি তহসীলদ্বার আর এ মুহুর্তে ইজারা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন। বিগত ২০১৩ সালে তেঁতুলিয়া গ্রামের রইচউদ্দীন মোড়ল ও নজরুল সরদারের নেতৃত্বে তারা বিভিন্ন দপ্তরে ধরনা দিয়ে ডিসিয়ার নেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়ে অবশেষে গত ০২/০১/২০১৭ ও ০৪/০১/২০১৭ ইং তারিখে দুই দফায় তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে দখলের চেষ্টা করে। তখন স্থানীয় ভূমিহীনরা তাদের প্রতিহতের চেষ্টা করলে তারা কৌশলে পালিয়ে যায়। উক্ত জমি নিয়ে একটি প্রভাবশালী মহল রইচউদ্দীন মোড়ল ও নজরুল সরদারকে উস্কানী দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি জানান স্থানীয় ভূমিহীন মোক্তার মিস্ত্রির লিখিত অভিযোগের ভিত্তিতে,আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তেঁতুলিয়া গ্রামের রইচউদ্দীন মোড়ল ও নজরুল সরদারের কাছে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়টি নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ও ভূমিহীনরা আশু সমাধানের জন্য উর্দ্ধোতন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।
পূর্ববর্তী পোস্ট