খেলার খবর: সময়ের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ এখন অনেকটাই দুর্বল শক্তির দল। বিপরীতে বাংলাদেশ এখন উঠতি এক পরাশক্তি। ফলে দুই দলের লড়াইয়ে এখন অনেক বেশি রোমাঞ্চ ও উত্তেজনার অপেক্ষা থাকে। কিন্তু দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স আবার ভারসাম্যটা বদলে দিয়েছে।
বাংলাদেশ এক দিকে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে সিলেট টেস্ট হেরেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ভারতের মতো পরাশক্তির বিপক্ষে ওয়ানডেতে দারুণ লড়াই করে এসেছে। তাই দেশের মাটিতে খেলা হলেও নিজেদের এগিয়ে রাখতে পারছে না বাংলাদেশ।
বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তাই বললেন, এই সিরিজে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় আছেন তারা। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, বিশেষ করে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের উন্নতির দিকে ইঙ্গিত করে নান্নু বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজ এমনিতেই জিম্বাবুয়ের চেয়ে শক্তিশালী দল। তারপর ওরা ভারতে লম্বা একটা সফর করে এখানে আসছে। ফলে উপমহাদেশের কন্ডিশনে মানিয়ে নেওয়ার কাজটা ইতিমধ্যে ওরা করে ফেলেছে বলা যায়। এর সাথে ভারতের বিপক্ষে ওরা ভালো খেলেছে। একটা জয়ের পাশাপাশি কয়েকটা ম্যাচে ভালো লড়াই করেছে। ফলে ওয়েস্ট ইন্ডিজ বেশ শক্ত প্রতিপক্ষ। বাংলাদেশও ভালো ক্রিকেট খেলছে। তাই আমরা এই সিরিজে বেশ ভালো লড়াই দেখতে পাবো বলে আশা করছি।’
বাংলাদেশের ভালো পারফরম্যান্স বলতে নান্নু মূলত ঢাকা টেস্টের দাপুটে পারফরম্যান্সের কথাই বলতে চাইলেন। যেভাবে ঢাকা টেস্টে পরিকল্পনামাফিক জিম্বাবুয়েকে বাংলাদেশ হারিয়েছে, সেটা বেশ সন্তুষ্ট করেছে প্রধান নির্বাচককে।
তিনি বলছিলেন, ‘ঢাকা টেস্টে আমাদের দলীয় পারফরম্যান্স খুব ভালো ছিলো। তাইজুল দুই টেস্টেই দারুণ বল করেছে। মিরাজও ঢাকায় ভালো বল করেছে। টপ অর্ডার না পারলেও মিডল অর্ডার দারুণ করেছে। সবমিলিয়ে এই টেস্টের পারফরম্যান্স ছেলেদের আত্মবিশ্বাসী করবে বলেই আমার ধারণা।’
তবে এই ঢাকা টেস্টের আগেই সিলেটে লজ্জা পেতে হয়েছে বাংলাদেশকে। সিলেটের ইতিহাসের প্রথম টেস্টে জিম্বাবুয়ের মতো টেস্টের অনিয়মিত দলের বিপক্ষে হারতে হয়েছে স্বাগতিকদের। সেটাকে অবশ্য একটা দুর্ঘটনা হিসেবে দেখতে চান নান্নু।
তিনি বলছিলেন, হঠাৎ করেই ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়াতে এই ঘটনা ঘটেছে, ‘দুর্ভাগ্যজনকভাবে সিলেটে দুই ইনিংসেই আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। তারা তাদের মান অনুযায়ী খেলতে পারেনি। এটা অবশ্যই দুর্ভাগ্যজনক ঘটনা। তবে ওখান থেকে ক্রিকেটাররা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা খুব ভালো। তারা ওই হতাশায় ভেঙে পড়েনি। ঢাকাতে এসে নিজেদের পারফরম্যান্সটা করতে পেরেছে।’
নান্নু এবং জাতীয় দল ওই খারাপ স্মৃতি পেছনে ফেলে এখন সামনে তাকাতে চান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো কিছু পারফরম্যান্স আশা করছেন তারা। বিশেষ করে টেস্টে সেই ভালো ফলটা পাওয়ার জন্য বাংলাদেশ তার চিরায়ত টার্নিং উইকেটেই ভরসা করবে।
এর আগেই ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘টিপিক্যাল বাংলাদেশি’ উইকেট চান। গতকাল নান্নুও বললেন, সেরকম কথা, ‘আমাদের এই ধরনের কৌশলে সাফল্য আসে, এটা প্রমাণিত। ফলে আমরা এই ধরনের উইকেটেই ভরসা করবো। দলও স্পিন শক্তিতেও ভরসা করবে।’