নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় সদস্য সরদার আব্দুল মজিদ (৬২) শক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অইন্না-ইলাহি রাজেউন)। মৃতকালে তিনি ২ পুত্র ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাতক্ষীরার তালা উপজেলার খানপুর গ্রামের মৃত এরফান সরদারের পুত্র।
প্রয়াত মজিদের পারিবারিক সুত্রে জানাযায়, গত বৃহস্পতিবার রাতে নিজবাড়ী হৃদরোগে আক্রান্ত হলে ঐ রাতেই তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত হয়।
শক্রবার দুপুরে তালা ডাকবাংলো চত্ত্বরে তার মরদেহ আনা হলে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ এনামুল হক, সাতক্ষীরা জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘেষে বাবলু, তালা উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মাষ্টার আলাউদ্দীন জোয়াদ্দার, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, ভুমিজ ফাউন্ডেশনের সমন্বয়কারী অচিন্ত কুমার সাহা, জাসদ নেতা সাংবাদিক আব্দুল আলীম, দেবাশিষ দাস, গোবিন্দ ভদ্র প্রমুখ উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান। পরে বিকাল ৫ টায় জানাযা নামাজ শেষে খানপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পূর্ববর্তী পোস্ট