বিদেশের খবর: ২০ মাস ধরে দরকষাকষির পর ব্রেক্সিট চুক্তি অনুমোদন করতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। রবিবার ব্রাসেলসে সবশেষ এক ঘণ্টার আলোচনার পর চুক্তির প্রতি সমর্থন জানান ২৭টি দেশের নেতারা। বিবিসি।
অনুমোদন দেয়ার পর ইউরোপীয় নেতারা বলেন, ‘এই চুক্তি সঠিক পদ্ধতিতে ইউরোপ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পথকে প্রশস্ত করবে।’
টুইটারে খবরটি প্রথম দেন ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক। এর আগে শনিবার পরদিন চুক্তিটি অনুমোদন হয়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ওইদিন জিব্রাল্টার প্রণালী নিয়ে উদ্বেগ জানিয়ে স্পেন বৈঠক ত্যাগ করেছিল।
এখন ব্রেক্সিট চুক্তি যুক্তরাজ্যের সংসদে অনুমোদন পেতে হবে। তবে অনেক ব্রিটিশ এমপি চুক্তিটির বিরোধিতা করছেন। ডিসেম্বরে এ নিয়ে ব্রিটিশ সংসদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
২০১৯ সালের ২৯ মার্চ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা যুক্তরাজ্যের ২০১৬ সালের ২৩ জুন ব্রেক্সিট গণভোটে ৫১ শতাংশ মানুষ বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়।