বিদেশের খবর: সমকামী বিয়ে বৈধকরণের বিপক্ষে ভোট দিলো তাইওয়ানের জনগণ। শনিবারের ভোটে অংশ নেয়ারা বলছেন, বিয়ে বলতে তারা নারী ও পুরুষের যোগদানে যে সম্পর্ক তৈরি হয় সেটিকেই বোঝেন। এ ফলাফলে কান্নায় ভেঙে পড়েন সমকামী অধিকারপন্থীরা। বিবিসি।
এর আগে গত বছর তাইওয়ানের হাইকোর্ট সমকামী বিয়েতে বৈধতা করতে রুল জারি করেছিলো। সরকার বলেছিলো তারা আইন তৈরি করবে। কিন্তু শনিবারের ভোটে বিষয়টি দুর্বল হয়ে পড়লো।
তবে সরকার এর আগে বলেছিলো নির্বাচনে ভোটাররা সমকামী বিয়ের পক্ষে ভোট না দিলে আদালতের আদেশের ভিত্তিতে বিশেষ আইন তৈরি করা হবে। ধারণা করা হচ্ছে বিয়ের পুরোনো আইনের পরিবর্তন না করে সমকামী দম্পতিদের বিশেষ সুরক্ষা দেয়া হবে।
এদিকে দেশটির একটি স্থানীয় নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তাইওয়ানি প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।
সমকামী বিয়েকে ‘না’ বললো তাইওয়ান
পূর্ববর্তী পোস্ট