বিদেশের খবর: মৃত মাকে নিয়ে গেছেন সৎকার করাতে শ্মশানে। সেখানে সৎকারের জন্য শোয়ানো মায়ের সঙ্গে সেলফি তুললেন ছেলে। সেটি আবার পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। এমন কাণ্ডে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। মৃত মায়ের সঙ্গে সেলফি তোলা ব্যক্তির নাম গনেশ দাস। গণেশ দাস সোনার গয়না তৈরির কারিগর। কাজের জন্য থাকেন অন্য অঞ্চলে। মায়ের মৃত্যু সংবাদ শুনে ছুটে আসেন গ্রামে। কিন্তু ততক্ষণে মায়ের লাশ শ্মশানে নিয়ে তার অন্য দুই ভাই ও বোন। লাশ দাহ করার জন্য তোলা হয় খাটিয়াতে। তড়িঘড়ি করে শ্মশানে পৌঁছেই খাটিয়াতে রাখা মায়ের লাশের সঙ্গে সেলফি তুলেন গনেশ।
এমন সেলফি সোশ্যাল মাধ্যমে পোস্ট করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। একের পর নেতিবাচক মন্তব্য করেন সবাই গণেশের পোস্টে। অনেকে লিখেছেন, কেবল বিকৃত মানসিকতার লোকের পক্ষে এমন কাজ সম্ভব। কেউ লিখেছেন, মানুষ দিন দিন অসামাজিক হয়ে যাচ্ছে।
তবে গণেশের ভাষ্য, মাকে তিনি অনেক ভালোবাসেন। সেই ভালবাসার কারণেই তিনি মার সঙ্গে ওই ছবি তুলেছেন স্মৃতি হিসাবে।
বিশেষজ্ঞরা বলছেন, সেলফি তুলতে তুলতে অনেকে যে মানসিক রোগী হয়েছে তার অন্যতম উদাহরণ এটি। তথ্য সূত্র: আনন্দবাজার।