বিদেশের খবর: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আবহাওয়া আর জলবায়ুর পার্থক্য ফারাক বুঝিয়ে দিয়ে রাতারাতি ইন্টারনেট জগতের তারকা বনে গেছেন ভারতের আসামের ১৮ বছরের এক তরুণী। ট্রাম্পকে ট্যাগ করা আস্থা শর্মার ছোট্ট টুইট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার লোক সেটি রি টুইট বা লাইক করেছেন, বয়ে যাচ্ছে হাজারো মন্তব্যের বন্যা। ঘটনার সূত্রপাত গত ২১ নভেম্বর।
ওইদিন ওয়াশিংটন ডিসির তাপমাত্রা নেমে হয়েছিল হিমাঙ্কেরও ২ ডিগ্রি সেলসিয়াসের নীচে। পরদিনই হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেন, নিষ্ঠুর আর দীর্ঘায়িত শৈত্যপ্রবাহ আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কী হলো? ট্রাম্পের সেই মন্তব্য নিয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ব্যঙ্গ বিদ্রূপের ঝড় বয়ে যেতে থাকে।
হাত গুটিয়ে বসে থাকতে পারেননি সুদূর আসামের সদ্য হাইস্কুল পাস করা ছাত্রী শর্মাও। নিজের টুইটার হ্যান্ডল থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ট্যাগ করে শর্মা লেখেন, আপনার চেয়ে আমি ৫৪ বছরের ছোট। খুব গড়পড়তা নম্বর পেয়ে সবেমাত্র স্কুল পাস করে বেরিয়েছি, কিন্তু আমিও আপনাকে বুঝিয়ে দিতে পারি যে ওয়েদার (আবহাওয়া) আর ক্লাইমেট (জলবায়ু) এক জিনিস নয়।- বিবিসি