অনলাইন ডেস্ক: মঙ্গল গ্রহে বাস করতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। শুধু ভ্রমণের উদ্দেশে নয়, সেখানে বাস করার জন্য যেতে তার ‘৭০ শতাংশ’ সম্ভাবনা আছে বলে তিনি জানিয়েছেন। খবর টেলিগ্রাফ’র।
এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা বেশকিছু যুগান্তকারী কাজ করেছি। আমি এগুলো নিয়ে বেশ আনন্দিত। আমি একেবারে সেখানে চলে যাওয়ার কথা ভাবছি।’
মঙ্গল গ্রহে যাওয়ার ঝুঁকি নিয়ে মাস্ককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মঙ্গল গ্রহে মৃত্যুর সম্ভাবনা পৃথিবীর চেয়ে অনেক বেশি। সেখানে মারা যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে, সামান্য একটু এগোলেই গভীর মহাকাশে চলে যেতে পারেন (মৃত্যুকে বোঝানো হয়েছে)।’
উল্লেখ্য, গ্রাহককে মহাকাশ ভ্রমণে নিতে স্টারশিপ নামে একটি মহাকাশযান বানিয়েছে স্পেসএক্স। এই মহাকাশযানটিতে করে চাঁদসহ বিভিন্ন গ্রহে ভ্রমণে নিয়ে যাবে মাস্কের প্রতিষ্ঠানটি। কিন্তু সেজন্য গ্রাহককে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে।