আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সভা শনিবার সকাল ১০ টায় পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পরিষদের অহবায়ক মোল্যা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম সেলিম রেজা সেলিমের সঞ্চালনায় সভায় গোলাম মোস্তফা, নুরুল ইসলাম, নুরুল ইসলাম (২), ডাঃ নলিনি রঞ্জন মন্ডল, অধ্যাপক তৃপ্তিরঞ্জন সাহা, আয়ুব আলি, আবু হেনা মোস্তফা কামাল, বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা নূরুল হুদা, মুক্তিযোদ্ধা আঃ করিম, বজলুর রহমান, আঃ হাদী, প্রাক্তণ মেম্বর রুহুল আমিন, অনন্ত কুমার সরকার, বীরমুক্তিযোদ্ধা বেতার শিল্পী আঃ মান্নান, অজিৎ বৈরাগী, শেখ আঃ রশিদ, এন এম বি রাশেদ সরোয়ার শেলী, রুহুল কুদ্দুছ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে ক্রীড়া উপ কমিটিকে ভলিবল খেলা উদ্বোধন করার ব্যবস্থা নেওয়া, নাট্য উপ কমিটিকে নাটক মঞ্চস্থ করাতে শিল্পী বাছাই এবং ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে মুক্ত মঞ্চে নাটক, সঙ্গীতানুষ্ঠান ও প্রকাশনার উদ্যোগ নিতে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
পূর্ববর্তী পোস্ট