অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে চার কিশোর ফুটবলার যাচ্ছে ব্রাজিলে। ব্রাজিল সরকার এ চার ফুটবলারকে প্রায় এক বছর সেখানে প্রশিক্ষণ দেবে। ইতোমধ্যে এ ভাগ্যবান চার কিশোর ফুটবলার বাছাই করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় ছিলেন কোচ আবদুর রাজ্জাক এবং দুই সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ও খন্দকার রকিব আহমেদ। খন্দকার রকিব বলেন, ‘আমরা ইতোমধ্যে চার ফুটবলার চূড়ান্ত করেছি। এখন বাকি প্রক্রিয়া শেষে তাদের ব্রাজিল পাঠানো হবে।’
চার ফুটবলার হলেন- রাজশাহী জগেন লাকরা, রংপুরের লতিফুর রহমান নাহিদ, নাজমুল আকন্দ ও কুড়িগ্রামের ওমর ফারুক মিঠু। জানুয়ারির প্রথম সপ্তাহে এ চার ফুটবলারকে নিয়ে ব্রাজিল যাওয়ার কথা রয়েছে কোচ আবদুর রাজ্জাকের।
বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্ট থেকে প্রতিভাবানদের বাছাই করে তাদের ট্রায়ালের মাধ্যমে এ চারজনকে বাছাই করা হয়েছে। দ্বিতীয় পর্বের ট্রায়ালে ছিল ৩৫ জনের মতো ফুটবলার। সেখান থেকে ট্রায়ালের দলের সদস্য ২০ জনে নামিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও ফিজিক্যাল ট্রেনিং সেন্টার মাঠে চূড়ান্ত ট্রায়ালের মাধ্যমে চারজন বেছে নেয়া হয়েছে।