সংসদ সদস্য হওয়ার দৌড়ে নেমেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। নির্বাচনের লড়াইয়ে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন তিনি। এই সিরিজে কোনো নির্বাচনী আলাপ প্রভাব ফেলতে না পারে, তাই আগাম সংবাদ সম্মেলন করলেন নড়াইল এক্সপ্রেস।
আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমার ক্যারিয়ার অবশ্যই শেষের দিকে। না আমি শচীন টেন্ডুলকার, না আমি গ্লেন ম্যাকগ্রা যে মানুষ আমাকে স্মরণ করবে। আমার মতো করেই ক্রিকেট খেলেছি। আমার মতো করেই ক্যারিয়ারটা গড়েছি। এটা (রাজনীতিতে আসা) আমার ছোটবেলার শখ ছিল বলতে পারেন। ছোটবেলার চাওয়া-পাওয়া ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগটা দিয়েছেন। বৃহৎ পরিসরে কিছু করা যায়, এ ভাবনাতেই রাজনীতিতে আসা।’
এই সংবাদ সম্মেলনের আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘খেলা শুরু হওয়ার পর এ নিয়ে যেন আর কোনো প্রশ্ন না হয়, যে প্রশ্নের উত্তর দেওয়ার এখন দিয়ে ফেলছি।’
আর নির্বাচনের লড়াইয়ে নামা প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘এখনো ক্রিকেট নিয়ে আছি। নির্বাচনের মাঠে নামিনি। আগামী ১৪ ডিসেম্বরের পর নির্বাচনের মাঠে নামার কথা ভাবছি।’
ক্রিকেটকে কবে বিদায় বলবেন—এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আমার প্রথম লক্ষ্য বিশ্বকাপ। সেটি আগে খেলে নেই। তারপর বলতে পারব আর কত দিন খেলতে পারব।’
সংসদ সদস্য নির্বাচিত হলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান নড়াইল এক্সপ্রেস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যদি নির্বাচনে জিততে পারি, সুযোগ পেলে ক্রিকেটের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করব।’