বিদেশের খবর: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে আজ শনিবার পদত্যাগ করবেন। শুক্রবার রাজাপাকসের ছেলে সাংসদ নমল রাজাপাকসে এক টুইটে এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। গত ২৬ অক্টোবর থেকেই বিতর্কের মুখে থাকা প্রধানমন্ত্রী রাজাপাকসের বিরুদ্ধে বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের রায়ের পর তার পদত্যাগের সিদ্ধান্তের এ খবর এল।
সুপ্রিমকোর্ট একই সঙ্গে শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার পার্লামেন্ট ভেঙে দেওয়ার পদক্ষেপকেও ‘অসাংবিধানিক’ বলে রায় দিয়েছে।