অনলাইন ডেস্ক: দক্ষিণ ভারতের ‘আম্মা ক্যান্টিন’ খুবই অল্প মূল্যে সাধারণ মানুষকে খাবার খাওয়ায়।
সাধারণ মানুষের সাহায্যেই এ ক্যান্টিনের ব্যবস্থা করেছিলেন আম্মা জয়ললিতা। কিন্তু ‘আম্মা ক্যান্টিন’র কাছেই আরো এমন এক ক্যান্টিন রয়েছে যেখানে মাত্র এক টাকায় মেলে ভরপেট খাবার।
কর্ণাটকের হুবলিতে গত ছয় বছর ধরে মাত্র এক টাকায় মেলে দুপুরের খাবার। ‘রোটি ঘর’ নামের এই ক্যান্টিনে সাধারণ মানুষ ভরপেট খাবারই শুধু খায় না, বিশেষ অনুষ্ঠানের দিনগুলোতে এই হোটেলের তরফ থেকে খাওয়ার শেষ পাতে থাকে মিষ্টির ব্যবস্থা। ভাত, রুটি, তরকারি এবং সাম্বার সহযোগে যে কোনো ব্যক্তিই দুপুরের খাবার সেরে নিতে পারেন মাত্র এক টাকার বিনিময়ে।
গত ছয় বছর আগে মহাবীর যুব ফেডারেশনের পক্ষ থেকে এই হোটেলটি খোলা হয়েছিল। মানুষের সেবা করাই ‘রোটি ঘর’ কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য হলেও, হোটেলটি খুব সহজেই ঘুচিয়ে দিয়েছে মানুষের মধ্যে থাকা সামাজিক দুরত্ব। এই হোটেলে একইসঙ্গে বসে খাবার খান অফিস কর্মী থেকে শুরু করে দরিদ্র ভিক্ষুকরা।
ছোট্ট এই খাবার হোটেল এমনিতে খুব মাঝারি মানের দেখতে হলেও কম দাম, ভালো খাবার এবং পরিচ্ছন্নতা মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে।