খেলার খবর: আবারও মাদ্রিদে ফিরতে হচ্ছে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে! তবে রিয়াল মাদ্রিদে যোগ দিতে নয়, সেখানে ফিরছেন বর্তমান দল জুভেন্টাসের হয়ে খেলতে।
ইতোমধ্যে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। ভাগ্য নির্ধারণীতে এ রাউন্ডের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে খেলা পড়েছে জুভেন্টাসের। গুরুত্বপূর্ণ সেই ম্যাচ খেলতেই মাদ্রিদে আসতে হচ্ছে রোনালদোকে। নতুন বছর ২০১৯ সালের ১৯ ফ্রেব্রুয়ারি দ্য ইন্ডিয়ানসের ডেরা ওয়ান্দা মেট্রোপলিটানোতে হবে সেই মহারণ।
গেল ১০ জুলাই ১০৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। ওই দিন গ্রিসের এক হোটেলে তার সঙ্গে চার বছরের চুক্তি চূড়ান্ত করেন জুভ প্রেসিডেন্ট আন্দ্রিয়া আগনেল্লি। এর ফলে রিয়ালের সঙ্গে ৯ বছরের সম্পর্কের ইতি ঘটে ৩৩ বছরের পর্তুগিজ এই ফুটবলারের।
মাদ্রিদে ফিরছেন রোনালদো!
পূর্ববর্তী পোস্ট