অনলাইন ডেস্ক: আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার সারাদেশে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রার চেয়ে রাতের তাপমাত্রা কিছু বেশি কমতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, আগামী তিন-চার দিনের মধ্যেই শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে দেশের কিছু অংশ। উপমহাদেশীয় উচ্চ চাপবলয় নামে যে ঠাণ্ডা হাওয়া এত দিন ভারতের বিহার পর্যন্ত বিরাজ করছিল তা বুধবার থেকে ভারতে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর ধাক্কা শিগগিরই বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে লাগতে শুরু করতে পারে।
সাধারণত ডিসেম্বরের এ সময়ে বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে এক অথবা দুইটি নিম্নচাপ হয়ে থাকে। নিম্নচাপ দুর্বল হয়ে গেলেই বৃষ্টি হতে শুরু করে এবং বৃষ্টি কেটে গেলেই উত্তর-পশ্চিম দিক থেকে শীতল বায়ু (উপমহাদেশীয় উচ্চ চাপবলয়) প্রবেশ করতে থাকে বাংলাদেশে। এর প্রত্যক্ষ প্রভাব দেশের রাজশাহী, রংপুর, ঢাকা, সিলেট ও খুলনা বিভাগের একাংশে পড়ে। এ সময় দেশে শুরু হয় শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন-চার দিন পর দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হবে। তাপমাত্রা নিচের দিকে ৬ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।