নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির পক্ষে নির্বাচনী প্রচারণা করছেন স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
সাবেক সফল এই স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে নৌকা প্রতিকের বিজয় সুনিশ্চিত করতে বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশ) আসনের বিভিন্ন এলাকায় দিন-রাত সাধারণ মানুষের দৌড়গোড়ায় শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও রুহুল হকের পক্ষে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পারছেন।
নির্বাচনী প্রচারণায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা: ইকবাল আর্সেনাল,বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের মহাসচিব ডা: এহেতেশাম হক চৌধুরী, ডা. জামালউদ্দীন চৌধুরীসহ প্রায় ৫ শতাধিক দেশের স্বনামধন্য চিকিৎসক অংগ্রহণ করেছেন।
সাতক্ষীরায় রুহুল হকের পক্ষে নির্বাচনী প্রচারণায় স্বাচিপ ও বিএমএ’র নেতৃবৃন্দ
পূর্ববর্তী পোস্ট