দেবহাটা ব্যুরো: দেবহাটায় নবাগত নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নের্তৃবৃন্দ। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে এ শুভেচ্ছা জানান তারা। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (সাহেব আলী), ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মামুন, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মুজিবর মনিরুজ্জামান(মনি), ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মুজিবর রহমান, তাপস কুমার রায়সহ বিভিন্ন পর্যয়ের নের্তৃবৃন্দ। এসময় দেবহাটার নবাগত উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ জঙ্গী-সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন অপরাধ নির্মূল করে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং বাংলাদেশ সরকারের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।