শ্যামনগর ব্যুরো : গত ২৪ জানুয়ারি বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বি এফ এফ) এর সহযোগিতায় ও বেসরকারি সংস্থা লিডার্স এর আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলা সদরের নকিপুর এইচ সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপি আন্তঃস্কুল বিজ্ঞান মেলা-২০১৭ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম মহসিন উল মুলক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্যাহ সাদীদ, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য শিল্পি রানী মৃধা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, নকিপুর এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণান্দ মুখার্জি, বি এফ এফ এর প্রতিনিধি মোঃ সাজ্জাদুর রহমান প্রমুখ। প্রধান অতিথি বক্তব্য শেষে অনুষ্ঠান উদ্বোধন করেন। এক দিনের এই বিজ্ঞান মেলায় উপজেলা ব্যাপি মাধ্যমিক পর্যায়ে ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অনুষ্ঠান সঞ্চালন করেন- লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।
পূর্ববর্তী পোস্ট