নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ৩ আসনের কালিগঞ্জের নলতায় নির্বাচনী প্রচার সভায় আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ডা. আফম রুহুল হক নৌকায় ভোট চেয়ে বলেছেন দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে শেখ হাসিনার বিকল্প নেই। আবারও আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন দেশে সমৃদ্ধি আসবে, উন্নয়ন আসবে ।
আওয়ামী লীগের কেন্দ্রিয় উপদেষ্টামন্ডলীর এই সদস্য ডা. আফম রুহুল হক নৌকায় ভোট দিলে দেশের মানুষ আবারও শান্তিতে থাকবে জানিয়ে বলেন এখন নারীরা ২৬ হাজার কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা পাচ্ছে। এবার ঘরের পাশে পাশে আরও কমিউনিটি ক্লিনিক গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেন বিএনপি ক্ষমতায় এসে দেশের সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়ে নারী সমাজকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিয়েছিল। আপনারা নৌকায় ভোট দিন । দেখবেন দেশের উন্নয়নধারা অব্যাহত থাকছে। দেশ ২০১৩ ও ২০১৪ এর সহিংসতায় ফিরে যেতে চায় না মন্তব্য করে তিনি বলেন বিএনপি জামায়াত ক্ষমতায় এলে দেশ আবারও পিছিয়ে পড়বে। তারা জঙ্গিবাদ সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা উসকে দেবে। তারা আগুন সন্ত্রাস ছড়িয়ে দেবে। মানুষের জান ও মালের নিরাপত্তা কেড়ে নেবে। তাই ওদের ভোট দেবেন না।
বুধবার বিকালে নলতা আহসানিয়া রেসিডেনসিয়াল কলেজ প্রাঙ্গনে নলতা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রিয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ, সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান , সাবেক সাংসদ ডা. মোকলেছুর রহমান , জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোশাররফ হোসেন মশু, কেন্দ্রিয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহম তারেকউদ্দিন ও সরদার আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ফিরোজ কামাল শুভ্র, কালিগঞ্জ, আশাশুনি ও দেবহাটা উপজেলা চেয়ারম্যান শেখ অহেদুজ্জামান, এবিএম মোস্তাকিম ও আবদুল গনি, তিন উপজেলার আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদক মো. মুজিবর রহমান, মনিরুজ্জামান মনি, শহিদুল ইসলাম পিন্টু ও সাঈদ মেহেদি, জেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান, জেলা তাঁতী লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান নাসিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের লায়লা পারভিন সেঁজুতি প্রমুখ নেতা।
সমবেত জনতার সামনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তুলে ধরে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আফম রুহুল হক বলেন আওয়ামী লীগ ক্ষমতায় এলে এবার গ্রাম হবে শহর। জাতীয় অর্থনীতির আরও উন্নয়ন হবে উল্লেখ করে তিনি বলেন আমাদের মাথা পিছু আয় আরও বেড়ে যাবে। দেশে বেকারত্ব হ্রাস পাবে। তরুনদের কাজের নতুন নতুন সংস্থান হবে। তিনি বলেন আমরা জনগনের ম্যান্ডেট পেলে সাতক্ষীরায় আইসিটি পার্ক হবে। বহু কাংখিত রেল সংযোগ স্থাপিত হবে। তিনি বলেন সাতক্ষীরায় পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, ভোমরা স্থল বন্দরকে প্রথম শ্রেণির আধুনিক বন্দরে উন্নীত করা হবে। ডা. রুহুল হক আরও বলেন গ্রামে গ্রামে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। দৃঢ়তার সাথে তিনি বলেন আমরা সাতক্ষীরায় মেডিকেল কলেজ করেছি, এবার মেডিকেল বিশ^বিদ্যালয় হবে। কারিগরি বিশ^বিদ্যালয়ও গড়ে তোলা হবে এই প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন জেলায় স্কুল কলেজ আরও বাড়ানো হবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে মানুষের স্বপ্নের জগতে পরিনত করতে বদ্ধপরিকর।
ডা. রুহুল হক বলেন দেশের মানুষ বিএনপি জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। কারণ তারা যতবার ক্ষমতায় এসেছে কোনোবারই জনগনের চাহিদা মিটাতে পারেনি। তারা হিংসা ও জঙ্গিবাদ ছড়িয়ে দিয়েছে। তাদেরকে ভোট দেবেন না জানিয়ে তিনি নৌকা প্রতীকধারী মহাজোট প্রার্থীদের সমর্থন দেওয়ার আহবান জানান। জনতাকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন নৌকা স্বাধীনতা এনেছে , নৌকা সমৃদ্ধি দিয়েছে। নৌকা মানুষকে সুখ ও শান্তি দিয়েছে বারবার।
অন্যান্য বক্তারা বলেন নৌকা সুখ ও শান্তির প্রতীক। নৌকা জাতিকে আলোকিত পথ দেখিয়েছে। এই নৌকাই আমাদের নিয়ে যেতে পারে জাতির কাংখিত গন্তব্যে। তারা ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
২৬.১২.১৮