দেশের খবর: ‘যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, যদি তুমি ঘুরে দাঁড়াও, তবেই বাংলাদেশ’। শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্দেশে এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘রাত পোহালেই ভোট, দেশে এখন উৎসবের আবহ থাকার কথা কিন্তু মানুষের মনে এখনও অনেক সংশয়, সন্দেহ। এ সংশয় দূর করা খুবই জরুরি। সম্মানিত ভোটারদের অনুরোধ করছি। আপনারা সকাল সকাল কেন্দ্র যান, ভোট দিন, আপনারা ভয় পাবেন না, আপনারা গেলে দুর্বৃত্তরাই পালিয়ে যাবে। জনগণের শক্তির সাথে তারা পারবে না’।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণস্বাস্থ্যের ট্রাস্টি বোর্ড এর প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সদস্য সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।
ড. কামল হোসেন বলেন, ‘নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার- আপনারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন। আপনি যদি কারও অধিকার হরন করেন তাহলে মনে রাখবেন অন্য কেউ আপনার মা-বাবা, স্ত্রী, সন্তানের অধিকার হরন করছে। সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, ভিডিপি, টিডিপি, কোস্টগার্ডসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জড়িতদের প্রতি অরুরোধ, ‘আপনারা অতীতের মতো গৌরবময় ভূমিকা পালন করুন’।
তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা কোনো দলের নন, জনগণের সেবক। জনগণ দেশের মালিক, দেশের মালিকদের তাদের ভোটের আনন্দ থেকে বঞ্চিত করবেন না, কোনো অন্যায় নির্দেশ মানবেন না’।
প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ যারা ভোট গ্রহণের দায়িত্বে আছেন তাদের উদ্দেশে বলেন, ‘ভোটারের মুখের হাসির ওপরেই নির্ভর করছে আপনার দায়িত্ব পালনের সফলতা ও তৃপ্তি’।