কলারোয়া প্রতিনিধি : শিক্ষা ছাড়া কোন জাতিই উন্নতি করতে পারে না। বর্তমান বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার উন্নতীর অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য তোমারদের ভালো ভাবে পড়াশুনা করতে হবে। তোমরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে সে জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো। তোমাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। শনিবার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের বি বি আর এন এস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী অনুষ্ঠানে সাবেক ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগ নেতা, বর্তমান বাংলাদেশ জনসাধারণ লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি কামরুজ্জামান সোহাগ এ কথা বলেন। তিনি এ সময় আরো বলেন, তোমরা ভালো করে লেখ-পড়া করো। আগামী দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কারিগর তোমাদের হতে হবে। শনিবার সকাল ১০ টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ঢাকা বিশ্ব বিদ্যালয়ের জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান কবির টুটুলের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহেদ আলী সিদ্দিক। এ সময় আরো উপস্থিত ছিলেন, স্কুলের সকল শিক্ষকবৃন্দ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক স.ম. মোরশেদ আলী, আ.লীগ নেতা সিদ্ধিশ্বর চক্রবর্তী, ইউনিয়ন আ.লীগ নেতা মিজানুর রহমান, রবিউল ইসলাম, কপাই সাধারণ সম্পাদক এ্যাড, কামাল রেজাসহ বিদ্যালয়ের অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যাক্তি ও শিক্ষার্থীরা। এ সময় অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পক্ষ থেকে ৪’শ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও ডায়রি প্রদান করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন ও মাল্টি মিডিয়া ভবনের উদ্বোধন করা হয়।
পূর্ববর্তী পোস্ট