বিদেশের খবর: আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ ফয়সাল বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের অবস্থান পরিষ্কার করেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের ব্যাপারেও পাকিস্তান আগ্রহ প্রকাশ করেছে।
উল্লেখ্য গত রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রায় সবাই বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন। আওয়ামী লীগ সংসদীয় দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচন করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী সোমবার নতুন মন্ত্রিসভা শপথ নেবে।
এবারের নির্বাচনের আগে বিরোধী রাজনীতিকদের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইর এজেন্টদের যােগসাজশ থাকার অভিযোগ উঠেছে। সামাজিক যােগাযােগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন অডিওকে বিরােধী রাজনীতিবিদদের সঙ্গে আইএসআই এজেন্টদের ফোনালাপ বলে দাবি করা হয়েছে।
এছাড়া ঢাকা ও লন্ডনে তাদের একাধিক বৈঠকেরও অভিযোগ উঠেছে। তবে বরাবরের মতো এবারও উভয় পক্ষ সেগুলোকে বানোয়াট বলে দাবি করেছে।