খেলার খবর: বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিজেদের ব্যক্তিগত দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সকে ১৭০ রানের টার্গেট দিয়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।
রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান করে রংপুর রাইডার্স। দলের পক্ষে ৫২ বলে সর্বোচ্চ ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন রাইলি রুশো। এছাড়া ২৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে রবি বোপারার ব্যাট থেকে।
খুলনার হয়ে কার্লোস ব্রেথওয়েট, আলী খান ও জহির খান একটি করে উইকেট নেন।