খেলার খবর: কেউ কেউ এটাকেই এবারের বিপিএলের প্রথম হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে গণ্য করছেন। একদিকে রংপুর রাইডার্স এবং অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একদিকে মাশরাফি এবং অন্যদিকে তামিম ইকবাল। যদিও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক এক তামিম নন, স্টিভেন স্মিথ।
এবারের বিপিএলে এখনও পর্যন্ত মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের মিশ্র অভিজ্ঞতা হয়ে গেছে। প্রথম ম্যাচে তারা হেরেছে চিটাগং ভাইকিংসের কাছে। দ্বিতীয় ম্যাচে জিতেছে খুলনা টাইান্সের বিপক্ষে। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম ম্যাচেই হারিয়েছে সিলেট সিক্সার্সকে।
দুই দলের এই যখন অবস্থা, তখন একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ এবং হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি তারা। এবং এই লড়াইয়ে শুরুতে টস নামক ভাগ্যের খেলায় জয় পেয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
স্টিভেন স্মিথের সঙ্গে টস করতে নেমে কয়েন নিক্ষেপে জয়ের পরই মাশরাফি প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক স্টিভেন স্মিথকে। অর্থ্যাৎ, টস হেরে ব্যাট করতে নামছে তামিম-স্মিথ আর আফ্রিদিদের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।