বিনোদন ডেস্ক: ফ্রান্সের উত্তরে ছোট্ট শহর লিল৷ সেখানেই বড় হয়ে ওঠেন ইরিস মিতনেয়ার৷ কিন্তু জন্ম ছোট শহরে হলে কী হবে, এক আকাশ স্বপ্ন দেখতেন ইরিস, সেই ছোটবেলা থেকেই৷ আর তাই তো আজ তিনিই বিশ্বের সেরা সুন্দরী৷
প্রথম রানার্স-আপ মিস হাইতি আর দ্বিতীয় রানার্স-আপ বা তৃতীয় হয়েছেন মিস কলম্বিয়া৷ তবে সোনালি পোশাকে সোনার মতোই ঝকঝকে লাগছিল ইরিসকে৷
ফাইনাল রাউন্ডে তিন প্রতিযোগীকেই জিজ্ঞাসা করা হয়, তাঁরা জীবনে কোনো ভুল করেছেন কিনা, পরাজিত হয়েছেন কিনা৷ ইরিসের উত্তরে হাততালি দিয়ে ওঠে অনেকে৷ যেন বিজয়ী নির্বাচনও হয়ে যায় সেখানেই৷
ইরিস বলেন, ‘‘আমি জীবনে বহুবার ভুল করেছি৷ আর প্রতিটা ভুল থেকে আমি শিখেছি, নিজেকে নতুন করে চিনেছি, পরাজয় থেকে শক্তি জুগিয়েছি আমি৷….এই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় হয়ত আমি হেরে যাবো৷ সেটা আমার একটা বড় পরাজয় হবে৷ কিন্তু আমি যে শেষ তিনে পৌঁছাতে পেরেছি, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, সেটা সারা জীবন আমার একটা অর্জন হয়ে থাকবে৷’’
প্রসঙ্গত, মিস ইউনিভার্স ২০১৭-য় প্রথম ১৩ জন ফাইনালিস্ট ছিলেন কেনিয়া, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পেরু, পানামা, কলম্বিয়া, ফিলিপাইন্স, ক্যানাডা, ব্রাজিল, ফ্রান্স, হাইতি, থাইল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের সুন্দরীরা৷