বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ব্যাংকে গুলি করে পাঁচজনকে হত্যা করা হয়েছে।
ফ্লোরিডার সেব্রিং শহরের সানট্রাস্ট ব্যাংকের ভেতর থেকে হামলাকারী পরিচয়ে পুলিশের কাছে ফোন করা এক ব্যক্তির বরাতে বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়।
পুলিশ জানায়, ওই ব্যক্তি ফোন করে তাদের বলেছেন- ‘আমি পাঁচজনকে গুলি করে হত্যা করেছি।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, জিপেন জেভার নামের ২১ বছর বয়সী হামলাকারী ব্যাংকে ঢুকে ব্যাংকের ভেতর ঢুকে প্রথমে বেষ্টনি গড়ে তোলেন। এরপর সবাইকে শুয়ে পড়তে বলে গুলি ছুড়তে ছোড়েন তিনি।
পাঁচজনকে গুলি করে হত্যার পর হামলাকারী আত্মসমর্পণ করেন। কেন এই হামলার ঘটনা ঘটেছে তা বিস্তারিত কিছু জানা যায়নি।