নিজস্ব প্রতিবেদক : পুলিশ সেবা সপ্তাহ”-২০১৯ উপলক্ষ্যে সাতক্ষীরা সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো: মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে থানা চত্তরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর সারকেল মেরিনা আক্তার,জেলা পুলিশিং কমিউনিটির সভাপতি আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পদক মমতাজ আহমেদ বাপী,আগরদাড়ি ইউ পি চেয়ারম্যান মজনুর রহমান মালি, প্রমুখ।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে জেলার ইউপি চেয়ারম্যান,মেম্বার জনপ্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় পুলিশ সুপারের কাছে বিভিন্ন প্রশ্ন ও সমসাসয়ীক সমস্যার কথা তুলে ধরেন।
জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বলেন জেলায় বিট পুলিশিং আরো জোদার করাহবে। পুলিশ সেবা সপ্তাহর অংশ হিসেবে মাদক নিমূল, জঙ্গিবাদ রোধ, যানজটরোধ, ট্রাফিক সচেতনতা বৃদ্ধিসহ সকল পুলিশিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট