নিজস্ব প্রতিবেদক : জেলা পুলিশ সাতক্ষীরার আয়োজনে মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা পুলিশ লাইনস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহম্মদ ইলতুৎ মিশ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ দিদার আহম্মদ। এছাড়াও সাতক্ষীরা জেলার সকল ইউনিট ইনচার্জ সহ পুলিশের বিভিন্ন পদবীর প্রায় ২০০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স বাস্তবায়নের লক্ষ্যে সকল পুলিশ সদস্যদের প্রতি উদাত্ত আহবান জানান। আলোচনাকালে পুলিশ সদস্যদের প্রতি কঠোর হুশিয়ারী দিয়ে বলেন যে, কোন পুলিশ সদস্য যদি এই তিনটি বিষয়ের সাথে আপোষ করেন তাহলে তাদের ও আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। রেঞ্জ ডিআইজি উল্লেখিত বিষয় ছাড়াও পুলিশের আভ্যন্তরীন বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
সাতক্ষীরায় মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা
পূর্ববর্তী পোস্ট