আসাদুজ্জামান: বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় সাংবাদিকদের প্রকাশ্য সাতক্ষীরা শহরে লোকজনের সামনে হত্যার হুমকি দিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক প্রদীপ কুমার মন্ডল।
রাত ৮টা ৩১ মিনিটে ০১৯৬৭৫৪৬৬৯৬ নাম্বার মোবাইল ফোন থেকে দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ এর নিজস্ব নাম্বারে কল করে ২ মিনিট ৭ সেকেন্ড সময় ধরে প্রদীপ কুমার মন্ডল হুমকি দিতে থাকেন। পত্রিকা অফিসে এ সময় অন্যান্য স্টাফরাও উপস্থিত ছিলেন। এসময় প্রদীপ কুমার মন্ডল সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে শহরের যেখানে পাবে সেখানে প্রকাশ্যে লোকজনের সামনে হাত-পা ভেঙ্গে, পেটের নাড়ি বের করে হত্যা করা হবে বলে হুমকি দেন।
এর আগে রোববার সন্ধ্যা ৬টা ৮মিনিটে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য এবং বাংলা ভিশন টিভি চ্যানেল এবং দৈনিক আমাদের নতুন সময়ের সাংবাদিক মো. আসাদুজ্জামানকে ০১৭৩৬৫০০৫৬৪ নাম্বার মোবইল ফোন থেকে ২ মিনিট ৫২ সেকেন্ড সময় ধরে সংবাদ প্রকাশ করায় হুমকি-ধামকি দেন প্রদীপ কুমার মন্ডল। এসময়ও তিনি দুই সাংবাদিককে হত্যা করার হুমকি দেন। এসময় অকথ্য ভাষায় গালিগালাজ করে শহরের সুলতানপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে শায়েস্তা করা হবে বলেও হুমকি দেন তিনি।
উল্লেখ্য ঃ ১৭ ফেব্রুয়ারি-১৯ তারিখে সাতক্ষীরা থেকে প্রকাশিত ‘দৈনিক পত্রদূত, অনলাইন পত্রিকা ডেইলী সাতক্ষীরা, ভয়েস-অব-সাতক্ষীরাসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় “শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী প্রদীপ কুমার মন্ডলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দূনর্িিতর অভিযোগ, ৫ কোটি ব্যয়ে শহরে গড়ে তুলেছেন বিলাস বহুল বাড়ি” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি পরবর্তীতে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে গাত্রদাহ শুরু হয় প্রদীপের। তারপর থেকে তিনি সাংবাদিকদের নামে মামলা ও হত্যার হুমকি দিচ্ছেন।