একবার স্বপ্ন দেখাচ্ছে আবার ভাঙছে। কখনো সাকিবের ব্যাটে স্বপ্ন দেখে টাইগার ভক্তরা কখনো বা মুশফিক-মিরাজের জুটি। মুশফিকের শতকটা কিছুটা আশা জোগালেও শেষ পর্যন্ত ৩৮৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। এতে ২৯৯ এগিয়ে থাকে স্বাগতিক ভারত।
তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নেমেছিল তামিম ইকবাল ও মুমিনুল হক। কিন্তু মুমিনুরে সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে ফিরতে হয় তামিমকে। দিনের শুরুটা ভালো না হলেও গতকাল শেষ দিকে মুশফিক মিরাজের ব্যাটে স্বপ্ন বুনতে শুরু করে টাইগার ভক্তরা।
আজ দলীয় ৩২২ রানে ব্যাট করতে নামে মুশফিক-মিরাজ। দিনের প্রথম ওভারে ভুবনেশ্বর কুমারের চতুর্থ বলে উড়ে যায় মিরাজের স্টাম্প। স্কোর বোর্ড ও ব্যক্তীগত খাতায় রান যোগ করার আগেই বিদায় নেন মিরাজ।
হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০ শুরু হয় চতুর্থ দিনের খেলা। ঐতিহাসিক টেস্টি সরাসরি সম্প্রচার করে দিপ্ত টিভি, স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-৩, স্টার স্পোর্টস এইচডি-১ ও স্টার স্পোর্টস এইচডি-৩।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ১৬৬ ওভারে ৬৮৭/৬ (ইনিংস ঘোষণা) (আগের দিন ৩৫৬/৩) (কোহলি ২০৪, রাহানে ৮২, ঋদ্ধিমান ১০৬*, অশ্বিন ৩৪, জাদেজা ৬০, তাসকিন ১/১২৭, রাব্বি ০/১০০, সৌম্য ০/৪, মিরাজ ১/১৬৫, সাকিব ০/১০৪, তাইজুল ৩/১৫৬, সাব্বির ০/১০, মাহমুদউল্লাহ ০/১৬)।
বাংলাদেশ ১ম ইনিংস: ১২৭.৫ ওভারে ৩৮৮/১০ (তামিম ২৪, সৌম্য ১৫, মুমিনুল ১২, মাহমুদউল্লাহ্ ২৮, সকিব ৮২, মুশফিক ১২৭, সাব্বির ১৬, মেহেদী ৫১, তাইজুল ১০, তাসকিন ৮ ও রাব্বি ০*; ভুবনেশ্বর ১/৫২, ইশান্ত ১/৫৬, অশ্বিন ২/৯৮, উমেশ ৩/৮৪, যাদব ২/৭০)।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও তাসকিন আহমেদ।
ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব।