পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরের সনাতন ধর্মাবলম্বীদের সকল যুবকদের নিয়ে সনাতন যুব সংঘের কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় নুরনগর দক্ষিন হাজীপুর (কর্মকার পাড়া) সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে যুবকদের এক আলোচনা সভা শেষে উক্ত কমিটি গঠন করা হয়। ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে শিক্ষক সুশান্ত ঘোষকে সভাপতি এবং সাংবাদিক পলাশ দেবনাথকে সাধারন সম্পাদক করা হয়। এছাড়া উপদেষ্টা মন্ডলী হিসেবে আছেন নন্দদুলাল কর্মকার,শশাঙ্ক মন্ডল, মন্টু মন্ডল, সুশান্ত মন্ডল, দেবাশীষ হালদার ও সুশান্ত দেবনাথ। সহ সভাপতি হিসেবে আছেন বিশ্বনাথ কর্মকার,লিটন দেবনাথ,স্বপন সেন। যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে আছেন কৃষ্ণ কর্মকার,সঞ্জয় অধিকারী,চিত্ত সাহা, অলোক কর্মকার। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন তরুন মোদক(মানিক),সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন শম্ভু কর্মকার,দিপক হালদার,রাহুল ঘোষ,গৌরাঙ্গ কর্মকার। কোষাধক্ষ্যে আছেন সন্যাসী কর্মকার, সাথে সহযোগী হিসেবে আছেন শচীন পাল,বিট্টু দেবনাথ। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে আছেন লক্ষ্মন কর্মকার,প্রচার সম্পাদক গোবিন্দ কর্মকার, সহযোগী হিসেবে তপন মন্ডল, বিজয় কর্মকার,স্বরজীত পাল ও সদস্য সচিব হিসেবে আছেন গোপাল দেবনাথ। উক্ত সভায় উপস্থিত সর্ব সম্মতিক্রমে আগামী ২বছরের জন্য কমিটি অনুমোদিত হয়েছে। সভার শেষের দিকে নব নির্বাচিত সভাপতি বলেন নুরনগরের এই সনাতন যুব কমিটি নুরনগর এবং এর পার্শ্ববর্তী এলাকার সকল ধর্মীয় অনুষ্ঠান গুলোতে সার্বিক সহযোগীতায় কাজ করবে।তিনি আরও বলেন সমাজে প্রবীনদের সাথে সাথে যুবকরা এগিয়ে আসলে সমাজের অনেক উন্নয়ন সাধন করা সম্ভব।
নুরনগর সনাতন যুব সংঘের কমিটি গঠন
পূর্ববর্তী পোস্ট