স্পোর্টস ডেস্ক: দীর্ঘ দিন দলে নিয়মিত হতে পারছেন না বাংলাদেশ দলের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান। পুরো ফিট না থাকায় সদস্য শেষ হওয়া ঐতিহাসিক ভারত টেস্টে খেলতে পারেননি জাতীয় দলের তরুণ উদীয়মান এ পেসার।
তবে দলের পাশাপাশি মোস্তাফিজ ভক্তদের জন্য সুখবর আসন্ন শ্রীলঙ্কা সফর দিয়েই ফিরছেন তিনি। সেই সাথে সাদা পোশাকে জাতীয় দলের জার্সিতে আবারো মাঠ মাতানোর সম্ভাবনা জাগছে মোস্তাফিজের জন্য।
টেস্ট খেলার জন্য ফিটনেসের অভাব রয়েছে মোস্তাফিজের নির্বাচকদের এমন ধারণার পর নিউজিল্যান্ড ও ভারত সফরের দল থেকে বিশ্রামে রাখা হয়েছিল বাঁ-হাতি এ পেসারকে। ভারত সফরের দলে না থাকলেও এ সময়টাতে বসে থাকেননি তিনি। নিজেকে প্রমাণ করতে মোস্তাফিজ মাঠ দাপিয়ে বেড়িয়েছেন বিসিএলে।
বিসিএলে নিজের নামের প্রতি আস্থা রাখতে সক্ষম হয়েছেন মোস্তাফিজ। ইঞ্জুরি থেকে ফিরে লম্বা পরিসরে খেলা কঠিন হলেও স্বাচ্ছন্দ্যের সাথেই তা করে দেখিয়েছেন জাতীয় দলের এ তারকা পেসার। বিসিএলের পারফরম্যান্সই তাকে আবারো জাতীয় দলে ফেরার রাস্তা করে দিচ্ছে। জাতীয় দলের প্রধান নির্বাচকের কন্ঠে তা জানা গেল পরিষ্কারভাবে।
বিসিএল চলাকালীন সময়ে মোস্তাফিজের উপর আলাদা নজর রাখা হয়েছিল উল্লেখ করে মিনহাজুল আবেদিন নান্নু জানান মোস্তাফিজ আগের চেয়েও এখন অনেক বেশি ফিট। তাই আসন্ন শ্রীলঙ্কা সফরের দল তার অন্তর্ভুক্তিতেই গড়ার ইঙ্গিত এ নির্বাচকের।
নান্নু বলেন,‘মোস্তাফিজের ফিটনেস আগের চেয়ে অনেক ভালো। আমার বিশ্বাস, ও টেস্টর জন্য সম্পূর্ণ ফিট। ওর নিজেও এখন কোনো সমস্যা অনুভব করছে না। হয়তো ছন্দে ফিরতে খানিটকা সময় লাগতে পারে।’
শেষ পর্যন্ত সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কা সফর দিয়েই জাতীয় দলের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন কাটার-মাস্টার মোস্তাফিজ তা এক প্রকার নিশ্চিতই বলা চলে।