স্পোর্টস ডেস্ক: চলিত মাসের শেষের দিকে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরের খসড়া সূচি প্রকাশিত হলেও এখনো অনুমোদন মেলেনি চূড়ান্ত সফরসূচির। খসড়া সূচি অনুযায়ী টেস্ট দিয়ে দু’দলের মধ্যকার সফর শুরু হওয়ার কথা থাকলেও গুঞ্জন উঠেছে একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে স্বাগতিকদের বিপক্ষে আসন্ন সফর শুরু করবে সফরত বাংলাদেশ।
তবে সফরসূচি নিয়ে আপাতত শঙ্কা থাকলেও, বসে নেই জাতীয় দলের নির্বাচকরা। আসন্ন এ সফরকে সামনে রেখে বাংলাদেশের সেরা দল ঘোষণা করার কাজে ইতোমধ্যে নেমে পড়েছেন তারা।
দল ঘোষণা প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘আমি শুনেছি সফরসূচি রদবদল হতে পারে। তবে আমরা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাইনি। তাই আমি আগের মতো টেস্ট প্রথমে ধরেই দল নির্বাচনের কথা ভাবছি।’
তাছাড়া জাতীয় দলের শ্রীলংকা সফরকে সামনে রেখে ২৩ ফেব্রুয়ারি থেকে প্রস্তুতি পর্ব শুরু করার আগে ২১ ফেব্রুয়ারি দল ঘোষণা করা হতে পারে বলেও এসময় ইঙ্গিত দেন তিনি।
দল ঘোষণা প্রসঙ্গে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘প্রথমে ২১ ফেব্রুয়ারি টেস্ট দল ঘোষণার কথা ছিল। ২৩ ফেব্রুয়ারি থেকে অনুশীলন ক্যাম্প শুরু হবে। তিন দিনের প্রস্তুতি শেষে ২৭ ফেব্রুয়ারি দল যাবে শ্রীলঙ্কায়। তা ধরে আমরা একবারে ১৬ জনের চূড়ান্ত টেস্ট দল ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলাম।’
প্রধান নির্বাচকের ভাষ্যমতে চূড়ান্ত সফরসূচির ঘোষণা না আসলেও সফরকারীরা ২৭ ফেব্রুয়ারি দেশ ছাড়তে যাচ্ছে তা এক প্রকার নিশ্চিত।