দেশের খবর: কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নূরুল হক নূর ভিপি পদে জিতেছে ডাকসুতে। তিনি ১১০৬২ ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।
অনিয়মের নানা অভিযোগ এবং অধিকাংশ প্যানেলের প্রার্থীদের বর্জনের মধ্যে ২৯ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্রলীগ অন্য সব পদে জয়ী হলেও ভিপি পদটি জিতে নিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নূরুল হক নূর। এছাড়া সমাজসেবা সম্পাদক পদে জয়ী হয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেলের আকতার হোসেন। এই আকতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নফাঁসের বিরুদ্ধে রাজু ভাস্কর্যের সামনে টানা তিনদিন অবস্থান নিয়েছিলেন। সাধারণ ছাত্ররা তাকেও নির্বাচিত করেছেন।
সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।সোমবার (১১ মার্চ) দিবাগত রাতে এ ফল ঘোষণা করেন ভিসি ড. মো. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)ও হল সংসদ নির্বাচনের ভোট সোমবার সকাল ৮টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়।
এছাড়া অন্যান্য পদে জয়ীরা হলেন-
বিস্তারিত আসছে……