দেবহাটা ব্যুরো : দেবহাটা থানা কাবাডি দল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডিতে জেলা চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার সাতক্ষীরা জেলা পুলিশ লাইন মাছে সাতক্ষীরা সদর থানা দলকে হারিয়ে দেবহাটা থানা কাবাডি দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলী ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে সাতক্ষীরা সদরকে হারিয়ে দেবহাটা উপজেলার “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০১৯” ‘চ্যাম্পিয়ন’ হয়। এর আগে দেবহাটা থানা কাবডি দল সেমিফাইনালে কলারোয়াকে পরাজিত করে। উপজেলা পর্যায় থেকে জেলা পর্যন্ত দলকে সঠিক দিক নির্দেশনা দিয়ে দেবহাটা থানা কাবাডি দলকে দিক নির্দেশনা প্রদান করেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই মুনিরুল ইসলাম। শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে পুরষ্কার প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। এসময় সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, এডিশনাল এসপি মোঃ ইলতুৎমিশ, এডিশনাল এসপি মেরিনা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলীসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজয়ী দেবহাটা কাবাডি দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে.বাপ্পাসহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ।
দেবহাটা থানা কাবাডি দল জেলা চ্যাম্পিয়ন
পূর্ববর্তী পোস্ট