দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর গ্রামের বাসিন্দা ও নলতা কেন্দ্রীয় আহ্ছানীয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদের স্ত্রী ফিরোজা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় মরহুমের নিজস্ব বাসভবনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমার সখিপুর আহ্ছানীয়া মহিলা মিশনের আমরণ সভানেত্রী ফিরোজা বেগমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন পাক নলতা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার আলী, কেন্দ্রীয় মিশনের সহ-সভাপতি আলহাজ্ব মুনসুর আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কেন্দ্রীয় মিশনের কর্মকর্তা সাঈদুর রহমান, আলহাজ্ব চৌধুরী আমজাদ হোসেন, মালেকুজ্জামান, আলহাজ্ব আবুল ফজল, ডাঃ আকবর আলী, আলহাজ্ব এনামুল হক, অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ, নলতা রেসিঃ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ, আনছার আলী, আনোয়ারুল হক, আলহাজ্ব ইউনুস আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, হাফেজ সামসুল হুদা, হাফেজ হাবিবুর রহমান, ঢাকা আহ্ছানীয়া মিশনের ডেপুটি ডিরেক্টর মরহুমার পুত্র ইকবল মাসুদ, আইডিয়ালের পরিচালক ডাঃ নজরুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাবেক সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, মাঘরী মিশনের সাধারণ সম্পাদক মহসিন হালদার, সহ-সম্পাদক আবু তৈয়ব খান, সখিপুর মিশনের সভাপতি আলহাজ্ব সালামাতুল্লাহ, সাধারণ সম্পাদক প্রভাষক আবু তালেব, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মহসিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা, ইউপি সদস্যরা, বিভিন্ন শাখা মিশনের নের্তৃবৃন্দ এবং সর্বস্থরের সাধারণ মানুষ। জানাযার নামাজ পরিচালনা করেন নলতা শরীফ জামে মসজিদের খতিব আলহাজ্ব আবু সাঈদ রংপুরী।
পূর্ববর্তী পোস্ট