কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায় দুর্নীতি প্রতিরোধে তরুন প্রজন্মের মধ্যে সততা ও ন্যায় নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কোরআন তেলওয়া, বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই ১৯) সকালে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও দুপ্রকের বাস্তবায়নে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা ইদ্রিস আলীর নেতৃত্বে মাদ্রাসা প্রাঙ্গণ হতে শিক্ষক দর্শনীয় ইউনিফর্ম পরে ছাত্র-ছাত্রীদের সমন্বিত অংশ গ্রহনের মধ্যদিয়ে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে একটি র্যালি বের হয়ে হেলাতলা ইউনিয়নের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মিলনায়তনে এসে শেষ হয়েছে।
মাদ্রাসার কমিটি সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে বিতর্ক, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠানটি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সার্বিক কার্যাবলী সম্পন্ন হয়েছে।
মাদ্রাসার ক্রীড়া শিক্ষক বিপিএড আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিটিএ কমিটির সভাপতি আজাদ হোসেন , মাদ্রাসা সুপারইনটেনডেন্ট মাওলানা ইদ্রিস আলী, সহকারী সুপার মাওলানা আয়ুব হোসেন, অবসার প্রাপ্ত শিক্ষক মাওলানা জোহর আলী, অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুর রশীদ, মাওলানা ফজলুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, আসাদুজ্জামান আসাদ, কাজী শহীদুল্লাহ, হাজী মোহাম্মাদ মহাসীন, মাওলানা আব্দুল হামিদ, আক্তারুল ইসলাম, বিএড আমিরুল ইসলাম, মাষ্টার মুজিবুর রহমান, শিক্ষীকা রুমি আক্তার, শারমিন আক্তার, হামিদা আক্তার, কলারোয়া উপজেলা সাংবাদিক পরিষদের যুগ্ম সসাধারন সম্পাদক ফারুক হোসেন রাজ, অবিভাবক সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যাক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।