পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরের দুরমুজখালী গ্রামের ৭ম শ্রেণির মাদ্রাসা পড়–য়া ছাত্রীকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নং ২২ তাং ইং-১৮/০৭/১৯। মামলা সূত্রে জানা যায় অত্র ইউনিয়নের দুরমুজখালী গ্রামের ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষনের ঘটনার পর ধর্ষিতার মাতা বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা দায়ের করেছে। মামলায় ১নং আসামী কুলতলী গ্রামের মোঃ আব্রাহাম গাজীর ছেলে আমিনুর রহমান ও ২নং আসামী অফেজ উদ্দিন গাজীর ছেলে মইনুদ্দিন গাজী সহ অজ্ঞাত নামা ৩/৪ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী) ০৩ এর ৭/৯(১)/৩০ধারা অপহরন করত ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন ও সহায়তার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য গত ১৫ই জুলাই সোমবার সকাল ৭টার দিকে নুরনগর মহিলা দাখিল মাদ্রাসায় যাওয়ার পথে নুরনগর ফুটবল মাঠ সংলগ্ন এলাকা থেকে ধর্ষিতার দুরসম্পর্কের খালাতো ভাই আমিনুর রহমান ও মইনদ্দিন গাজী তাকে বলে তোমার খালা অসুস্থ্য, সাতক্ষীরা হাসপাতালে ভর্তি আছে তোমাকে আমাদের সাথে যেতে বলেছে এ কথা বলে ফুসলিয়ে মটর সাইকেলে তুলে সাতক্ষীরা দিকে রওনা হয়। এবং কালিগঞ্জ পৌচ্ছানোর পর তাকে ঘুমের ঔষধ খাওয়ায়, তার পর সাতক্ষীরাস্থ রাজ্জাক পার্ক এলাকার একটি ঘরে নিয়ে আসামীদ্বয় সহ ৩/৪জন মিলে ধর্ষন করে। এদের মধ্যে উপর লিখিত দুই জন ছাড়া অন্য আর কাউকে ধর্ষিতা চেনেনা বলে জানা গেছে। আসামীদ্বয় অজ্ঞাত সহযোগীদের সহযোগীতায় ভোর ৩টার দিকে অসুস্থ অবস্থায় তাকে দুরমুজখালী সাবেক ইউপি সদস্য নজরুলের বাড়ীর সামনে ফেলে রেখে চলে যায়। এর পর এলাকাবাসি তাকে পড়ে থাকতে দেখে তার পিতাকে খবর দিলে গুরুতর অসুস্থ অবস্থায় এলাবাসির সহযোগীতায় তাকে উদ্ধার করা হয়।
নুরনগরে ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষনের ঘটনায় মামলা
পূর্ববর্তী পোস্ট