শ্যামনগর প্রতিনিধি ঃ পরিবেশ দূষণ মুক্তির দাবিতে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ। শনিবার অপরিকল্পিতভাবে আবাসিক এলাকায় লিয়ার মুরগির খামার করে পরিবেশ দূষণ হওয়ায় তার প্রতিকারের দাবিতে এলাকাবাসী শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ পত্রে এলাকাবাসী স্বাক্ষরিত অভিযোগে উল্লেখ করেছে। একই গ্রামের শমসের গাজীর পুত্র শফি গাজী ও রমজান আলী গাজীর পুত্র আব্দুল আলীম গাজী উগ্র পন্থী ও এলাকার অশান্তি সৃষ্টিকারী ব্যক্তি। তাঁরা অপরিকল্পিত ভাবে বংশীপুর পশ্চিম পাড়ায় আবাসিক এলাকায় মুরগির ফার্ম তৈরি করেছে। ঐ মুরগির ফার্মের দূগন্ধে এলাকার মানুষ অতিষ্ট। এই মুরগির ফার্মের ৫০ থেকে ৬০ হাত দূরে মসজিদ থাকায় এলাকাবাসী মসজিদে ঠিকমত নামাজ আদায় করতে পারছেনা। এমনকি এলাকার ছোট শিশুরা মসজিদের মোক্তবে আরবি পড়তে পারছেনা। কচি শিশুদের মায়েরা তাদের কোন খাবার খাওয়াতে পারছে না। মুরগির খামারের আশপাশের বাড়ি গুলো যেমন দূগন্ধ তেমনি মাছির উৎপাত অনেক বেশি। যার কারনে শিশুরা বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়ছে। বড়রাও ঠিক মত খাবার খেতে পারছে না। খামারীরা এত উগ্র যে তাদের সাথে কেহ কথা বলতে সাহস পায় না। প্রভাবশালী হওয়ায় কথা বলতে গেলে তেড়ে আসে। জানাজায় স্থানীয়রা ইউ,পি চেয়ারম্যানের নিকট জানালে চেয়ারম্যান তাদের পাড়া ঘেঁষে এই মুরগির ফার্ম বন্ধ করার নির্দেশ দিলেও তারা চেয়ারম্যানের নির্দেশ মানেনি। তাই এলাকাবাসী বিষয়টি প্রশাসনের মাধ্যমে দ্রুত হস্তক্ষেপ কামনা করছে।
পরিবেশ দূষণ মুক্তির দাবিতে শ্যামনগর ইউএনও’র নিকট অভিযোগ
পূর্ববর্তী পোস্ট