স্পোর্টস ডেস্ক: বলতে গেলে বিশ্বকাপ বাছাইপর্বে অদম্য নেইমারের ব্রাজিল। গোল পেলেন নেইমার। তবে তাকে ছাপিয়ে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয়ের নায়ক পাউলিনিয়ো। এই মিডফিল্ডারের হ্যাটট্রিকের সঙ্গে নেইমারের লক্ষ্যভেদে উরুগুয়েকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়ে এসেছে ব্রাজিল।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের শুরুর দৃশ্যপটটা কিন্তু ছিল অন্যরকম। ম্যাচের নবম মিনিটেই যে এগিয়ে গিয়েছিল উরুগুয়ে। মার্সেলো ব্যাক পাস করেছিলেন গোলরক্ষক অ্যালিসনের দিকে। রিয়াল মাদ্রিদ লেফট ব্যাকের ভুল শুধরাতে গিয়ে ব্রাজিলিয়ান গোলরক্ষক ফাউল করে বসেন এদিনসন কাভানিকে।
বক্সের ভেতর প্যারিস সেন্ত জার্মেই স্ট্রাইকারকে ফেলে দেওয়ায় রেফারি বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে পাওয়া সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি কাভানি। তার গোলে এগিয়ে যাওয়ার উৎসব অবশ্য খুব বেশি সময় স্থায়ী হয়নি। ১৯ মিনিটেই ব্রাজিলকে দুর্দান্ত এক গোলে সমতায় ফেরান পাউলিনিয়ো। নেইমার পাস বক্সের অনেকটা বাইরে থেকে আচমকা এক শটে বল জালে জড়ান চাইনিজ লিগে খেলা এই মিডফিল্ডার।
প্রথমার্ধ শেষ হয় ওই ১-১ গোলের সমতায়। দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি ব্রাজিল। ৫২ মিনিটে লিড নেয় সফরকারীরা, এবারও গোলদাতা সেই পাউলিনিয়ো। আর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন এই মিডফিল্ডার। দানি আলভেসের পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। এর আগে স্কোরশিটে নাম তোলেন নেইমার। ৭৪ মিনিটে মিরান্দার বাড়ানো লম্বা পাস ধরে বল জালে জড়ান বার্সেলোনা তারকা।
বিশাল এই জয়ে রাশিয়া বিশ্বকাপের আরও কাছে চলে গেল নেইমাররা। ১৩ ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ৩০, শীর্ষস্থানটা তাই করল আরও সুসংহত। গত বছরের সেপ্টেম্বরে ইকুয়েডরের বিপক্ষে ৩-০ গোলে শুরু হয়েছিল সেই জয়ের। আর সর্বশেষ ম্যাচে পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছেন নেইমাররা।
এর মাঝে কলম্বিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করে ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে সেলেকাওদের জয়টি ৫-০ গোলের। ভেনেজুয়েলাকে ২-০ ব্যবধানে হারিয়েছেন তিতের শিষ্যরা। আর আর্জেন্টিনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।