কলারোয়া প্রতিনিধি: মাদককে না বলি. বাল্য বিবাহকে পরিহার করি, সন্ত্রাস, জঙ্গী, দূর্নীতি ও ডেঙ্গু প্রতিরোধ করি এবং স্বাধীনতার স্বপক্ষে চেতনা ভিত্তিক সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে কলারোয়ার লাঙ্গলঝাড়ার কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে রজত জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, কুষ্টিয়ার সহকারী কমিশনার ভুমি আজগার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, ঝিনাইদহের ফাস্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সাবেক উপজেলা এলজিইডি অফিসার আবেদুর রহমান, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি বেনজির হেলালসহ সকাল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধিজন উপস্থিত ছিলেন। এর আগে সকালে কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
কলারোয়া কেএল আদর্শ হাইস্কুলের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী
পূর্ববর্তী পোস্ট