গাজী আল ইমরান, শ্যামনগর : শ্যামনগরে এক পথভোলা শিশুকে পাওয়া গেছে। আনুমানিক ৭ বছর বয়সী ছেলেটি বাবা, মায়ের নাম বলতে পারছে না কারন সে বাক প্রতিবন্ধী ।সোমবার রাত ১২ টার দিকে উপজেলার ধানখালী গ্রামের সিরাজুল ইসলাম সানার বাড়িতে যেয়ে আকার ইঙ্গিতের মাধ্যমে আশ্রয় চাইলে সিরাজুল সানা তাকে তার বাড়িতে আশ্রয় দেন পরদিন মঙ্গলবার সকাল ১১ টায় সিরাজুল ছেলেটিকে শ্যামনগর থানায় নিয়ে আসেন।
থানা সূত্র জানায়, সিরাজুল নামে একজন ব্যক্তি বাক প্রতিবন্ধি ছেলেটিকে নিয়ে থানায় নিয়ে আসে । পরে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিকিল তাকে শ্যামনগর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরে হস্তান্তর করেন ।
এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শহিদুর রহমান বলেন, আমরা ছেলেটিকে সমাজ কল্যান মন্ত্রণালয়ের অধিনে খুলনার প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। অভিভাবকরা ছেলেকে শনাক্ত করে সঠিক তথ্য-প্রমাণ উপস্থাপন করে তাকে নিয়ে যেতে পারবেন।