পলাশ দেবনাথ নুরনগর প্রতিনিধি: “নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে সিডা এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাইন্ডেশনের সহযোগিতায় ও নবলোকের বাস্তবায়নে এসসিএস এন্ড পিআইবিসি আরসিসি প্রকল্পে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যলি বের হয়ে উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান, সহকারি কমিশনার(ভূমি) এস এম নাহিদ হাসান , ওসি(তদন্ত) আনিসুর রহমান মোল্যা সহ প্রমূখ। এছাড়া ১৩ অক্টোবর ২০১৯ দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে কাশিমাড়ি ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে। ইউনিয়ন পরিষদের র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিমাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সুশীলন নবযাত্রা প্রকল্পের ডিআরআর কম্পামেন্ট এফপি শিরিন নাহার, ইয়ুথ সদস্য এবং এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ।
নবলোকের দুর্যোগ প্রশমন দিবস পালিত
পূর্ববর্তী পোস্ট