পলাশ দেবনাথ, নুরনগর : শ্যামনগর উপজেলা নূরনগর বাজারে ভেজাল বিরোধী ও অবৈধ ভবন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান খানের নেতৃত্বে উক্ত অভিযান চলে। এসময় বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠান গুলোতে অভিযান পরিচালনা করেন তিনি। মোবাইল কোর্ট এর মাধ্যমে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক নূরনগর মৎস সেট সংলগ্ন সালমান সাওন হোটেল, দুই হাজার টাকা এবং ৫৩ ধারা মোতাবেক নূরনগর বাজার সংলগ্ন সোনার বাংলা বেকারীতে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তিতে সরকারী স¤পত্তিতে চলাচলের পথে বাঁধা সৃষ্টিকারীর হরিপুর গ্রামের মন্তেজ গাজীর পুত্র মতিউর রহমানের অবৈধ পাকা প্রাচির অপসারণ করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভেজাল যতদিন থাকবে আমাদের অভিযান ততদিন চলবে। উক্ত অভিযান চলা কালে উপস্থিত ছিলেন, নুরনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমমেদ, স্যানিটারী ইন্সপেক্টর বিকাশ চন্দ্র সরকার, নুরনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ রাজ্জাক, এ এস আই সাইফুল ইসলাম, কনেস্টেবল রিপন হোসেন, পেশকার মিন্টু প্রমূখ।
নূরনগর বাজারে ভেজাল বিরোধী অভিযান
পূর্ববর্তী পোস্ট