বাংলাদেশ-ভারত ও বিশ্বমৈত্রী আন্তর্জাতিক শিল্পী সংগঠন ‘বিশ্বভরা প্রাণ’ শুক্রবার ১৫ নভেম্বর বিকাল ৪টায় বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ঢাকা নিউ এলিফ্যান্ট রোডে ‘বিশ্বভরা প্রাণ শিল্পী সাহিত্যিক মিলনায়তন’এ বাংলাদেশের ৪জন কৃতি সংগীতশিল্পী, ৩জন আবৃত্তিশিল্পী ও ২জন বিশিষ্ট কবিকে নিয়ে ‘স্বর ও সুরে বিশ্বভরা প্রাণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অনুষ্ঠানে অন্যতম সংগীতশিল্পী হিসাবে সংগীত পরিবেশন করবেন সাতক্ষীরার কৃতি সন্তান, বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট সংগীতশিল্পী ‘আবু আফ্ফান রোজবাবু’। সংগীতশিল্পী হিসাবে আরো থাকছেন কাকলী দত্ত, জাহিদ রেজা ও শাহীন এস বি। অন্যতম আবৃত্তিশিল্পী হিসাবে থাকছেন সাতক্ষীরার কৃতি আবৃত্তিশিল্পী ‘কবি দিলরুবা রুবি’। আবৃত্তিতে আরো থাকছেন কবি সাফিয়া খন্দকার রেখা ও শামসুল বারী উৎপল। কবি কণ্ঠে কবিতায় থাকছেন কবি কামরুল ইসলাম ও কবি দীপঙ্কর দীপক। সঞ্চালনায় বিশ্বভরা প্রাণ কেন্দ্রীয় কমিটির সাধারণত সম্পাদক বিশিষ্ট আবৃত্তিশিল্পী ‘নীপা মোনালিসা’ ও কবি সংবাদ পাঠক’আজাদ বাকী’। অনুষ্ঠান উদ্বোধক কবি লেখক সঙ্গীতজ্ঞ জ্ঞানতাপস প্রাকৃতজ শামীমরুমি টিটন। প্রধান অতিথি সংস্কৃতি ও শিক্ষাবিদ প্রকৌশলী মোবারক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্বভরা প্রাণ কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাহিত্যজন ‘কবি ইমরোজ সোহেল’।
এমন অনন্য অনুষ্ঠানে সংগীত ও আবৃত্তি পরিবেশনের জন্য সাতক্ষীরাবাসী সংগীতশিল্পী ‘রোজবাবু’ ও আবৃত্তিশিল্পী ‘কবি দিলরুবা’কে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
শুক্রবার ‘বিশ্বভরা প্রাণ শিল্পী সাহিত্যিক মিলনায়তনে গান ও কবিতায় থাকবেন রোজ বাবু ও দিলরুবা
পূর্ববর্তী পোস্ট