পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নূরনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় নুরনগর নতুন ইউনিয়ন পরিষদ নিদ্ধারিত চত্বরে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুনসুর আহমেদ। আলোচনা সভায় বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে বজায় রেখে দেশকে আরও এগিয়ে নিতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। বক্তব্য কালে বক্তাগন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভুয়শী প্রসংশা করেন। এছাড়া ৪নং নুরনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এবং অনুষ্ঠানের প্রথম দিকে প্রধান অতিথি নুরনগর নতুন ইউনিয়ন পরিষদ নিদ্ধারিত জমিতে একটি বৃক্ষ রোপন করেন। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ,কে ফজলুল হক,শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা মুকুল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-অর-রশিদ, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক স,ম আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি। এছাড়া অত্র এলাকার শিক্ষক,সাংবাদিক,সুশিল সমাজ সহ বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। এসময় ই্উনিয়নের ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নুরনগর ইউনিয়ন আ,লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য খলিলুর রহমান।
পূর্ববর্তী পোস্ট