শ্যামনগর প্রতিনিধি: অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হলো শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনী তফসিল-২০২০। ঘোষিত তপসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার, মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার, প্রার্থীর প্রত্যাহারের শেষ তারিখ ১ মার্চ রবিবার ও ভোট গ্রহনের তারিখ ১২ মার্চ বৃহস্পতিবার (সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন)। মনোনয়ন পত্রের সাথে স্ব স্ব পদের পক্ষে শিক্ষাগত যোগ্যতার সনদ ও স্ব স্ব পত্রিকার পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে মনোনয়নপত্র দাখিল করতে হবে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী স্বাক্ষরিত নির্বাচন কমিশন গঠন করা হয়। সিনিয়র উপজেলা মহস্য কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশন তুষার মজুমদার, উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচন কমিশন মোঃ রবিউল ইসলাম, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নির্বাচন কমিশন কৃষ্ণানন্দ মুখার্জী স্বাক্ষরিত শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনী তফসিল-২০২০ ঘোষনা করা হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে শ্যামনগরে সাংবাদিক মহলের মধ্যে প্রাণচঞ্চলতা ফিরে এসেছে।
পূর্ববর্তী পোস্ট